ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

লেবাননে পেজার বিস্ফোরণ

তৈরির সময়ই ডিভাইজে বিস্ফোরক ঢুকিয়েছিলো মোসাদ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২৪

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগ ডিভাইজ পেজারে ইচ্ছে করেই বিস্ফোরক স্থাপন করা হয়েছিলো এবং সেটি করেছিলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। লেবাননের একটি সিনিয়র নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্র রয়টার্সকে এমনটাই জানিয়েছে।

কয়েক মাস আগে হিজবুল্লাহ তাইওয়ানের কাছে ৫ হাজার পেজার তৈরির অর্ডার দিয়েছিলো। যা চলতি বছরেই হাতে পেয়েছিলো হিজবুল্লাহ।  কিন্তু ওই পেজারগুলোর মধ্যে একদম উৎপাদন পর্যায়েই পরিবর্তন করে দিয়েছিল ইসরায়েলি গুপ্তচরেরা। এবং এটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাজ বলে দাবি করেছে হিজবুল্লাহ। 

সূত্রের ভাষ্যমতে, মোসাদ পেজারগুলোর ভেতরে এমন একটি বোর্ড বসিয়ে দেয়, যাতে বিস্ফোরক উপাদান ছিল এবং সেটি একটি কোড গ্রহণ করতে পারতো। এটি শনাক্ত করা খুব কঠিন ছিল। এমনকি কোনো ডিভাইস বা স্ক্যানার দিয়েও তা চিহ্নিত করা সম্ভব হয়নি।

সূত্রটি বলেছে, একটি কোডেড বার্তা পাওয়ার পরপরই মঙ্গলবার প্রায় তিন হাজার পেজার বিস্ফোরিত হয়। এতে হিজবুল্লাহ যোদ্ধা এবং বৈরুতে ইরানের দূত সহ নয়জন নিহত এবং প্রায় ৩ হাজার জন আহত হয়েছেন।

এই ঘটনার পর ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বেশ কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্লটটি তৈরিতে অনেক মাস লেগেছে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলিরো যাতে তাদের অবস্থান-ট্র্যাকিং করতে না পারে এজন্যই পেজার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলো হিজবুল্লাহ যোদ্ধারা। 

অন্য একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে যে নতুন পেজারগুলিতে তিন গ্রাম পর্যন্ত বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল এবং কয়েক মাস ধরে ওই অবস্থাতেই পেজারগুলো ব্যবহার করে আসছিলো হিজবুল্লাহ।

ইসরায়েল বা পেজারের উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কাউকেই এব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 

হিজবুল্লাহ বলছে, এর জন্য ইসরায়েলকে ‘উপযুক্ত শাস্তি’ পেতে হবে। 

সূত্র: রয়টার্স

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি