ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তোরেসের জোড়া গোলে বার্সার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষটা ভালোই হলো বার্সেলোনার। আগেই বিদায় নিশ্চিত হয়েছিল। তাই আনুষ্ঠানিকতার ম্যাচে শেষ ভালোর অপেক্ষায় ছিল বার্সেলোনা। সেই লক্ষ্যে ফেরান তোরেসের জোড়া গোলে ভিক্টর প্লাজেনের বিপক্ষে জয় পেয়েছে জাভির দল।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন ফেরান তোরেস, একটি করে গোল মার্কোস আলোনসো ও পাবলো তোরের। 

 প্লাজেনের মাঠে শুরুতেই বার্সাকে এগিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার মার্কোল আলোনসো। ফাতির শট গোলরক্ষক আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ছুটে দিয়ে গোললাইন পার করে দেওয়ার কাজটুকু সারেন আলোনসো।

ম্যাচের ৪৪তম ও ৫৪তম মিনিটে দুটি গোল করেন ফেরান তোরেস। ম্যাচের শেষ গোলটি আসে পাবলো তোরের পা থেকে। 

ঘরের মাঠে খালি হাতে ফেরেনি ভিক্টার। ৫১তম আর ৬৩ মিনিটে জোড়া গোল করে হারের ব্যবধান কমান চেক ফরোয়ার্ড টমাস চোরি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি