ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ত্বকী হত্যার ১০ বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ৬ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০ বছর আজ। ২০১৩ সালের আজকের দিনে ত্বকীকে অপহরণ করা হয়। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় তার মরদেহ।

আলোচিত এ হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত মামলার অভিযোগপত্র দাখিল করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের গ্রেপ্তার করেছিল তারা জামিনে আছেন।

এদিকে, ত্বকীর বাবা রফিউর রাব্বী ছেলে হত্যার বিচারপ্রাপ্তিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। 

তদন্তকারী সংস্থা র‌্যাব বলছে, অচিরেই আদালতে অভিযোগপত্র দাখিল করবে তারা। 

ত্বকী হত্যা মামলায় বাদীর আইনজীবী প্রদীপ ঘোষ বলেন, এ মামলায় গত ১০ বছরে ৬০ বার তারিখ ধার্য হয়েছে। কিন্তু র‌্যাব অভিযোগপত্র জমা দেয়নি। বিচারক প্রতিবেদনের জন্য বারবারই তাগিদ দিয়েছেন। তবে প্রতিবেদন জমার সম্ভাব্য সময়ও জানাতে পারেনি র‌্যাব।

ত্বকী হত্যার ১০ বছর উপলক্ষে ২১ দিনের কর্মসূচি নিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি