ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দূর্নীতির মামলায় আপিল বিভাগের নির্দেশ বহাল

প্রকাশিত : ১৮:৫৩, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ১০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

  ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দূর্নীতির মামলায় হাইকোর্টে পুনরায় বিচারের জন্য আপিল বিভাগের দেয়া নির্দেশ বহাল রয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রোববার মায়ার আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এর ফলে আগের নির্দেশনা অনুসারেই হাই কোর্টে নতুন করে এ মামলার আপিল শুনানি হবে বলে আইনজীবীরা জানান। সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ ২০০৭ সালে মায়ার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। এ মামলায় ২০০৮ সালে ঢাকার বিশেষ জজ আদালত মায়াকে ১৩ বছরের কারাদন্ড দেয়। পরে এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করলে খালাসের রায় বাতিল করে হাই কোর্টে নতুন করে আপিল শুনানির আদেশ দেওয়া হয়। ওই রায় পুনর্বিবেচনার জন্যই আবার আপিল বিভাগে আবেদন করেছিলেন মায়া, যা খারিজ হয়ে গেল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি