ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ১৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৩৬, ১৩ জানুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কা ক্রিকেট দল। শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন তারা। আগামী ১৫ জানুয়ারি মিরপুরে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এ সিরিজের উদ্বোধনী দিনে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি।

এদিকে ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

ত্রিদেশীয় সিরিজে খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অ্যাঞ্জেলো ম্যাথিউজের নেতৃত্বে ঢাকা এসেছেন উপল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দীনেশ চান্ডিমাল, দুশমন্ত চামিরা, শিহান মাদুশাঙ্কা, আকিলা ধনঞ্জয়া, লক্ষ্মণ সান্দাকান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 

এম/টিকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি