ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ত্রিপুরা সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৩৭, ২০ এপ্রিল ২০১৮

ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পরেছে পুলিশ প্রশাসন। সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশাপাশি  সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কড়া নজরদারি এড়িয়ে কীভাবে অনুপ্রবেশ বাড়ছে, সেটাই ভাবাচ্ছে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের।

গতকাল বৃহস্পতিবার খোয়াই জেলার তেলিয়ামুড়ায় একটি বাস থেকে ১৮জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত  আধিকারিক তাপস দেব গণমাধ্যমকে জানান, ‘আগরতলা থেকে গুয়াহাটিগামী বাস থেকে তিন পরিবারের ১৮ জন রোহিঙ্গাকে  গ্রেপ্তার করা হয়েছে। এই রোহিঙ্গাদের মধ্যে চারজন শিশু রয়েছে।

তাপস দেব আরও জানান, ধরা পড়া রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। তারা গুয়াহাটি হয়ে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিল। তাদের আজ আদালতে তোলা হবে।

ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশের কারণে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

রোহিঙ্গা অনুপ্রবেশের ব্যাপারে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক আগেই ত্রিপুরাকে সতর্ক করে দেয়। বিএসএফও এর পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি বাড়ায়। এরপরও রোহিঙ্গাদের অনুপ্রবেশ রাজ্য সরকারের চিন্তা বাড়িয়ে দিয়েছে।

 কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি