ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ত্রিপুরায় পূর্ব শত্রুতার জেরে সাংবাদিককে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ২২ নভেম্বর ২০১৭

ভারতের ত্রিপুরা রাজ্যে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিহতের নাম সুদীপ দত্ত ভৌমিক (৫০)। তিনি স্থানীয় একটি বাংলা দৈনিকের পুলিশ বীটে কর্মরত ছিলেন।

জানা গেলে, মঙ্গলবার আগরতলা উপকণ্ঠে ত্রিপুরা স্টেটের (টিএসআর) দ্বিতীয় বাহিনীর সদর দপ্তর আর কে নগরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ত্রিপুরা সরকারের ওই বাহিনীর সদর দফতরে দরপত্র-সংক্রান্ত গোলমালের খবর সংগ্রহ করতে যান সুদীপ। সেখানে পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান। তবে আরেকটি সুত্র বলছে, পুলিশ কর্মকর্তা তপন দেববর্মার সঙ্গে সুদীপের পূর্ব শত্রুতা ছিল। এসময় তাকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে, বলে ওই সুত্র দাবি করে।

এ ঘটনার জেরে ত্রিপুরায় সাংবাদিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সাংবাদিক সমাজ এর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সাংবাদিক নেতাদের দাবি সুদীপকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে। অবিলম্বে অপরাধীকে আইনের অাওতায় আনার জন্য তারা আলটিমেটাম দেন।

/ এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি