ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

থট লিডারশিপ প্ল্যাটফর্ম ‘প্রেরণা কথা’র যাত্রা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ২৩ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২১:৪৮, ২৩ ডিসেম্বর ২০২০

যাত্রা শুরু করলো জাতি গঠনের কারিগর ও পথপ্রদর্শকদের সাক্ষাৎকার সম্বলিত থট লিডারশিপ ব্রডকাস্ট সিরিজ ‘প্রেরণা কথা’।  প্রেরণা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্বোধন করা হয়।  

গত ৫০ বছরে দেশের যেসব কৃতি সন্তানেরা জাতি গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের অনুপ্রেরণা, সাফল্য, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলোকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার মাধ্যমে পরবর্তী প্রজন্মের নেতাদেরকে অনুপ্রাণিত করাই এই ব্রডকাস্ট সিরিজের লক্ষ্য। জাতি গঠনের ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এটি দ্রুত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে।  

সিরিজটির প্রথম সিজনে স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন- এমন চারজন স্বনামধন্য ব্যক্তির সাক্ষাৎকার রাখা হয়েছে। তাদের এসব সাক্ষাৎকার পরবর্তীতে বই আকারে প্রকাশ করা হবে, যেটি আগামী বছর স্বাধীনতার ৫০ বছরপূর্তিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। 

প্রেরণা ফাউন্ডেশনের গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান শেহ্জাদ মুনীম বলেন, ‘জাতির কৃতি সন্তানদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান, লক্ষ্যমাত্রা ও অনুপ্রেরণার সাথে পরিচয় ঘটিয়ে দেয়ার মাধ্যমে যুবসমাজকে আগামীর নেতৃত্ব প্রদানে অনুপ্রাণিত ও সক্ষম করে তোলার ক্ষেত্রে সরকারি, বেসরকারি ও উন্নয়নখাতগুলোর চলমান প্রচেষ্টাকে এই প্ল্যাটফর্মটি দারুণভাবে সাহায্য করবে বলে আশা করছি।’  

পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুউদ্দীন আবদুল্লাহ; ইয়্যুথ অপারচ্যুনিটিসের সহ-প্রতিষ্ঠাতা ওসামা বিন নূর; জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট (২০২১) নিয়াজ মোর্শেদ এলিট; মিশন সেভ বাংলাদেশের দুই সহ-উদ্যোক্তা তাজদিন হাসান (হেড অফ মার্কেটিং, দি ডেইলি স্টার) ও ইমরান কাদির (হেড অফ মার্কেটিং, দৈনিক সমকাল); কে এইচ মাসুদ সিদ্দিকী, সদস্য, উপদেষ্টা পরিষদ, প্রেরণা ফাউন্ডেশন; প্রেরণা ফাউন্ডেশনের গভর্নিং বডির পরিচালক মুবিনা আসাফ ও ভারপ্রাপ্ত সিইও আনোয়ারুল আমিন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের সহযোগী অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এবং আরেক সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ প্রেরণা কথার এই ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি