ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

থমকে আছে কারওয়ানবাজার আড়ৎ স্থানান্তর প্রক্রিয়া

মানিক শিকদার

প্রকাশিত : ১২:৪৩, ৯ জুলাই ২০২৪ | আপডেট: ১৪:৫৯, ৯ জুলাই ২০২৪

বিকল্প নির্মাণ হলেও ২০১৩ সাল থেকে প্রায় এক যুগেও সরানো যায়নি রাজধানীর কারওয়ানবাজারের আড়ৎ। সবশেষ গত ঈদুল ফিতরের পর স্থানান্তরের কথা থাকলেও অনেকটা অদৃশ্য কারণে থমকে আছে প্রক্রিয়া। ব্যবসায়ীরা বলছেন, এখনো কোন নির্দেশনা তাদের কাছে নেই। আর উত্তর সিটি মেয়রের আশ্বাস, দ্রুতই সম্পন্ন হবে স্থানান্তর প্রক্রিয়া। 

মেগাসিটি ঢাকার ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা কারওয়ানবাজার। দেশের অন্যতম বৃহত্তম পাইকারী আড়ৎ এটি। দিনরাত ২৪ ঘন্টা জমজমাট এ বাজার। শাক সবজি ফল আর বিভিন্ন পণ্য বোঝাই ট্রাকগুলো আসতে থাকে বাজারের বিভিন্ন রাস্তায়। শহরের কেন্দ্রে বিশাল এই আড়ৎ থাকায় যানজট এখানের নিত্যসঙ্গী। 

রাজধানীকে যানজট মুক্ত আধুনিক নগর হিসেব গড়তে এই বাজার সরানোর পরিকল্পনা প্রায় দুই যুগ আগের। ২০০৬ সালের ৪ অক্টোবর ঢাকার তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। এ লক্ষ্যে আমিন বাজারের ৩৩ বিঘা, মহাখালীতে ৭ বিঘা এবং যাত্রাবাড়িতে ৫ বিঘা জমির ওপর তিনটি কাঁচাবাজার নির্মাণ শেষ করে সিটি করপোরেশন।

২০১৩ সালে মার্কেট নির্মাণ শেষে বাজার স্থানান্তরের আলোচনা চললেও ব্যবসায়ীদের রাজী করাতে পারেনি সিটি করপোরেশন। প্রয়াত আনিসুল হক ঢাকা উত্তর সিটির মেয়র থাকাকালে কারওয়ানবাজার সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। 

এরপর আরও এগারো বছর পার হলেও এখনো কারওয়ানবাজার ছাড়তে রাজী নন অনেক ব্যবসায়ী।

ব্যবসায়ীরা জানান, ভালো অবস্থানে আছি আমরা। এখান থেকে সরালে আমাদের অসুবিধা হবে, এ জায়গার লোকদেরও অসুবিধা হবে। 

যারা যেতে চান তারাও বলছেন, নতুন বাজারের নানা সংকটের কথা। তারা বলেন, এমন জায়গায় স্থানান্তর করা হোক যাতে আমরা এই কারওয়ানবাজারের মতোই সাচ্ছন্দ্যভাবে ব্যবসা করতে পারি। কিন্তু ওই খানে এ ধরনের পরিবেশ নেই, এতো বড় খোলামেলা জায়গাও নেই। 

ব্যবসায়ী নেতারা বলছেন, যাত্রাবাড়ী ও আমিনবাজারের অবকাঠামো এবং পরিবেশ ব্যবসাবান্ধব নয়।

কারওয়ানবাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওমর ফারুক বলেন, “একটা হলো যাত্রাবাড়ী আরেকটা হলো গাবতলী। গাবতলীর যে জায়গায় স্থানান্তর করা হবে সেখানে ক্রেতাসাধারণের যাওয়ার মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই। আর যে কাঠামো তৈরি হয়েছে সে কাঠামোতে এই ধরনের বৃহৎ ব্যবসা পরিচালনার মতো উপযুক্ত নয়।”

এই পরিস্থিতির মধ্যেই কারওয়ানবাজারের কাঁচামাল আড়ৎ যাত্রাবাড়িতে স্থানান্তরের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কিন্তু এই তথ্য জানেন না অনেক ব্যবসায়ী।

তারা জানান, এখান থেকে সরে যেতে হবে সেই ধরনের কোনো নির্দেশনা এখনও আমরা পাইনি।

ক্ষুদ্র কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী নেতারা ৬ দফা দাবি উত্থাপন করে নিজেদের অবস্থানে অটল।

মো. ওমর ফারুক বলেন, “আমাদের বক্তব্য, উপযুক্ত পরিবেশ তৈরি হলে কালকেই আমরা সরে যাব।”

তবে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলছেন, অবকাঠামো প্রস্তুত হয়েছে, স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

মেয়র বলেন, “যারা কারওয়ানবাজার থেকে যাত্রাবাড়ী যাবে তাদের দোকান বরাদ্দ ইতিমধ্যে দেওয়া হয়েছে। সুতরাং এটি একটি বিরাট অগ্রগতি বলে আমি মনে করি। কেননা এতোদিন আমরা দোকান বরাদ্দ দিতে পারি নাই, ওনারা যেতে চায়নি। এখন ওনারা যেতে চেয়েছে এবং ওনারা বলেছে আমাদের দোকান বরাদ্দ দেয়া হোক।”

শহরের মধ্যে কোন পাইকারী মার্কেট থাকতে পারবে না বলেও জানান মেয়র।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি