ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

থাইল্যান্ডে আজীবন নিষেধাজ্ঞার মুখে চীনা সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২৫ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ২২:০৮, ২৫ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

টিকটকের চীনা সংস্করণ ডুয়িন-এ ২.৬৮ মিলিয়ন ফলোয়ার অ্যাকাউন্ট ‘থাইল্যান্ড ৭৭সেভেন’ পরিচালনা করে ওয়াং জিইউ গত ৫ ডিসেম্বর নানা জেলায় নিজের একটি ভিডিও আপলোড করেন। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

মধ্যরাতের দিকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, তিনি এলাকাটিকে 'অনিরাপদ' বলে বর্ণনা করেছেন। তাই তিনি নারীদের এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেন। থাই পুলিশ তার মন্তব্যকে পর্যটন গন্তব্য হিসাবে থাইল্যান্ডের ভাবমূর্তির জন্য ক্ষতিকারক বলে বিবেচনা করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল।

সিএনএন-এর মতে, এই প্রক্রিয়া চলাকালীন কর্তৃপক্ষ জানতে পারে যে ওয়াং তার ট্যুরিস্ট ভিসার শর্ত লঙ্ঘন করে ওয়ার্ক পারমিট ছাড়াই থাইল্যান্ডের অভ্যন্তরে অনলাইন বিক্রয়ের সাথে জড়িত ছিলেন। ভিডিওটি সরিয়ে ফেলা এবং ইংরেজি, থাই এবং চীনা ভাষায় প্রকাশ্যে ক্ষমা চাওয়া সত্ত্বেও থাই কর্মকর্তারা আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

ওয়াংকে ১০,০০০ ইউয়ান (১,৪০০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।এ ছাড়া থাইল্যান্ডে তিনি নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। এই ঘটনা চীনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ ওয়াংয়ের মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে। অন্যরা তাকে ব্যক্তিগত লাভের জন্য থাইল্যান্ডের খ্যাতি নষ্ট করার অভিযোগ করেছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি