ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

থাইল্যান্ডে আর্চারিতে রোমানের রুপা জয়

প্রকাশিত : ১৭:৫১, ৩০ মার্চ ২০১৯

থাইল্যান্ডে ২০১৯ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) ফাইনালে হেরে রুপা জিতেছেন রোমান সানা। কাজাখস্তানের প্রতিযোগীর কাছে হেরে এই রুপা জয় করেছেন বাংলাদেশের এ আর্চার।

ব্যাংককে শনিবার রিকার্ভ পুরুষ এককের ফাইনালে কাজাখস্তানের আব্দুল্লিন ইফাতের কাছে ৬-২ সেট পয়েন্টে হারেন রোমান।

প্রথম সেটে ২৯-২৭ পয়েন্টে হেরে যাওয়া রোমান দ্বিতীয় সেটে দারুণ লড়াই করে ২৮-২৭ পয়েন্টে হেরে লড়াই থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েন।

রোমান তৃতীয় সেটে ২৯-২৮ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান। কিন্তু পরের সেটে হেরে যান ২৯-২৪ পয়েন্টে।

রিকার্ভ পুরুষ দলীয় বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। রোমান-হাকিম আহমেদ রুবেল-ইমদাদুল হক মিলনের গড়া দল ৫-৪ সেট পয়েন্টে কাজাখস্তানকে হারায়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি