ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

থাইল্যান্ডের নির্বাচনে ফরোয়ার্ড পার্টির বিজয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৫ মে ২০২৩

থাইল্যান্ডের নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে মুভ ফরোয়ার্ড পার্টি। 

সংবাদমাধ্যমগুলো বলছে, ভোটাররা সামরিক সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করেছে। মুভ ফরোয়ার্ড পাটি ৫শ’ আসনের মধ্যে ২শ’ ৮৬টি আসন পেয়েছে। নির্বাচনে দ্বিতীয় স্থানে আছে থাকসিন সিনাওয়াত্রার ফিউ থাই পার্টি।

সাম্প্রতিক বছরগুলোতে সামরিক অভ্যুত্থানের অভিজ্ঞতা অর্জনের পর এবারের নির্বাচনকে থাইল্যান্ডের জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে বর্ণনা করা হয়েছে। 

তবে, ফরওয়ার্ড পার্টির সরকার গঠন করতে হলে ছোট ছোট আরও দলের সমর্থন প্রয়োজন। সরকার গঠন করতে হলে থাই পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে ৭শ’ ৫০ আসন প্রয়োজন।

এবারের নির্বাচনে প্রায় ৭০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রধান দুই বিরোধী দল ফিউ থাই ও মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) প্রার্থীরা মোট ৪০০টি নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি