ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪

থেমে থেমে বৃষ্টিপাত, রাস্তা খুড়াখুড়ির কাজ চলায় জলজট সৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২৩ এপ্রিল ২০১৭

শনিবার সকাল থেকে ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন জায়গা রাস্তা খুড়াখুড়ির কাজ চলায় সৃষ্টি হয় জলজট। এতে চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। এদিকে লঘুচাপের কথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে আরো দু’দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। এতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন কর্মজীবি মানুষ।
বর্ষা মৌসুমেও রাজধানীর অধিকাংশ সড়কে চলছে উন্নয়নমুলক কাজ। ফলে একটু বৃষ্টিতেই শান্তিনগর, মালিবাগ, মৌচাক, আরামবাগ, মিরপুরসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজট।
আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। ফলে আরো দুইদিন এমন ঝড়ো হাওয়া-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকাগুলোতে ৩ নম্বর সতকর্তা সংকেত দেখাতে বলা হয়েছে।

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি