ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ. আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ২৭ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

পাকিস্তানের সেমিফাইনালে ওঠা এখনো অনিশ্চিত। প্রথম পর্বে বাকি থাকা চার ম্যাচের একটিতে হারলেও বিদায় হয়ে যেতে পারে পাকিস্তান। এমন সমীকরণে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাবর আজমরা।

 

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হচ্ছে। 

টানা জয়ে দুর্দান্ত ছন্দে থাকা আফ্রিকানদের বিপক্ষে ম্যাচটি হলো পাকিস্তানের জন্য টুর্নমেন্টে টিকে থাকার লড়াই। অন্যদিকে পঞ্চম জয়ের খোঁজে প্রোটিয়ারা।

বাবর আজমের নেতৃত্বে বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলতে পারছে না পাকিস্তান। প্রথম দুই ম্যাচে জয়লাভ করার পর টানা তিন ম্যাচে হেরেছে তারা। সর্বশেষ আফগানিস্তানের কাছে হেরে অনেক বেশি হতাশায় ডুবেছে দলটি। এই হারে পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে, তারা সেমিফাইনালে খেলতে পারবে কিনা- তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে এটুকু বলা যায়, তাদের সেমিফাইনালে খেলার যে আশার আলো, সেটি একেবারে নিভে যায়নি। এখনো টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেওয়ার সুযোগ আছে পাকিস্তানের।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি