ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ. কোরিয়াকে হারিয়ে সূচনা সুইডেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ১৮ জুন ২০১৮ | আপডেট: ১০:২৯, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে সুইডেন। নিঝনি নভগোরদ স্টেডিয়ামে ৬৫ মিনিটে গোলটি করেন এ.গ্রানকভিস্ট।

তবে প্রথমার্ধে কেউ গোল দিতে পারেনি। বিপরীতে কাউন্টার অ্যাটাকে গিয়ে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও দক্ষিণ কোরিয়ানরা গোল দিতে সক্ষম হননি। তাই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র-তে।

ম্যাচের শুরু থেকেই সুইডেনের আক্রমণভাগ দারুণ চাপ সৃষ্টি করে দক্ষিণ কোরিয়ার রক্ষণে। তবে খেলার ২০ মিনিটে প্রথম কোনো ভালো সুযোগ তৈরি করেছিলো সুইডেন। কোরিয়ান ডিফেন্ডাররা তাদের লাইন থেকে সঠিকভাবে বলটি ক্লিয়ার করতে পারেনি। যে কারণে বলটি পেয়ে যান মার্কাস বার্গ।

একেবারে গোলের দারুণ সুযোগ। সামনে শুধু গোলরক্ষক। আলতো টোকায় দক্ষিণ কোরিয়ার জালে বলটি জড়িয়ে যাওয়ার কথা। কিন্তু বার্গ মেরে দিলেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক জো হিউন উ’র পায়ে। নিশ্চিত গোল থেকে বেঁচে যায় দক্ষিণ কোরিয়া। বঞ্চিত হয় সুইডেন।

/এমএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি