ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দ.আফ্রিকার মাটিতে প্রথমবার জয়ের ইতিহাস গড়লো নারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১৭ ডিসেম্বর ২০২৩

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রোটিয়াদের ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো নিগার সুলতানার দল।

বাফেলো পার্কে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান করে বাংলাদেশ। জবাবে ১৩১ রানে অলআউট স্বাগতিকরা।

প্রথম ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেছেন মুরশিদা খাতুন। ১০০ বল খেলে ১২ বাউন্ডারিতে ৯১ রানে অপরাজিত থাকেন মুর্শিদা।

বাকি চার ব্যাটারের সবাই-ই করেছেন দুই অঙ্কের ঘরের স্কোর। শামীমা (৩৪), ফারজানা হক (৩৫), নিগার সুলতানা (৩৮) এবং স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ২৮ বলে ২৭ রানে।

ওয়ানডে ইতিহাসে এটিই দলীয় সর্বোচ্চ রান বাংলার মেয়েদের। 

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিয়েং দাপট দেখায় বাঘিনীরা। ১শ’ করার আগেই ফিরে যান প্রোটিয়াদের ৮ ব্যাটার। এরপর এলিজ মারির ৩৫ রান ভর করে টেনেটুনে ১৩১ রান করে স্বাগতিকরা। 

নাহিদা আক্তার নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া সুলতান খাতুন, ফাহিমা খাতুন ও রাবেয়া খান নেন ২টি করে উইকেট।

এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় এবং দেশটির মাটিতে প্রথম জয়।

আগামী বুধবার সিরিজ জয়ের লক্ষ্যে পচেফস্ট্রুমে দ্বিতীয় ওয়ানডেতে নামবে বাংলাদেশ দল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি