ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকাকে ২৪৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১০ নভেম্বর ২০২৩

অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইর ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে দক্ষিণ আফ্রিকাকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। 

আফগানিস্তানের দেয়া ২৪৫ রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। 

এরআগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪৪ রান করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৯৭ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ১০৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় এ রান করেন তিনি। 

নিয়মিত বিরতিতে ব্যাটারদের যাওয়া-আসায় তারা ১১৬ রানেই ৬ উইকেট হারায় আফগানরা। সেখান থেকে বলতে গেলে দলকে একাই টেনে তুলেছেন ওমরজাই। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করায় তার সেঞ্চুরি পাওয়াটা কিছুটা কঠিনই। এদিন সেটি প্রায় পেয়েই যাচ্ছিলেন ওমরজাই। 

শেষ পর্যন্ত অপর সতীর্থ রানআউটে কাটা পড়লে তাকে ৯৭ রানে অপরাজিত থাকার আক্ষেপে পুড়তে হয়।

এছাড়া রহমত শাহ ও নুর আহম্মেদ ২৬ রান করে করেন। আর রহমতুল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ২৫ রান।  এছাড়া ইব্রাহিম জাদরান ১৫, রাশিদ খান ১৪ রান করেন।

দক্ষিণ আফ্রিকার গ্রেল্ড কোটজি ৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি