ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট রামাফোসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগের পরদিন পার্লামেন্টের ভোটে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা। বৃহস্পতিবার পার্লামেন্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রামাফোসা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্ষমতাসীন দলের এমপি’রা গান গেয়ে তার নাম ঘোষণা করেন।

প্রেসিডেন্ট হিসাবে প্রথম ভাষণে ৬৫ বছর বয়সী রামাফোসা বলেছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। পূর্বসূরি জুমার আমলে দেশ যে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

দুর্নীতিতে জড়িত থাকাকে কেন্দ্র করেই ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) চাপে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন জ্যাকব জুমা। তার আগে নয় বছর ক্ষমতায় ছিলেন তিনি।

জুমার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ থাকলেও তিনি ভুল কোনো কিছু করার কথা বরাবরই অস্বীকার করে এসেছেন।

এখন জুমার বিদায়ের পর রামাফোসার আগমনে দক্ষিণ আফ্রিকায় নতুন আশা সঞ্চার হয়েছে।

নতুন প্রেসিডেন্টের জন্য এখন জুমা আমলে হওয়া দুর্নীতির বিষয়টি সফলভাবে সামাল দেওয়া ছাড়াও আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করা। দেশটিতে বেকারত্ব কমানোর জন্য বিনিয়োগ নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে তাকে।

শুক্রবার জাতির উদ্দেশে ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণ দেওয়ার কথা রয়েছে রামাফোসার।

তথ্যসূত্র: টাইম অব ইনডিয়া।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি