ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কারাগারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ২৩ মার্চ ২০১৮

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মাইয়ং বাক-কে ঘুষ গ্রহণের অভিযোগে শুক্রবার কারাগারে পাঠিয়েছেন দেশটির আদালত।  

এর আগে, লি তার অফিসে সরাসরি ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধভাবে প্রায় ১১ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহের অভিযোগ ছাড়াও ২০টিরও বেশি অভিযোগ আনা হয়েছে।

যদিও এই সাবেক প্রেসিডেন্ট সবগুলো অভিযোগ অস্বীকার করে আসছেন। এর আগে লি, ২০০৮ থেকে ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।  

কেআই/এসি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি