ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

দক্ষিণ কোরিয়ার হোটেলে আগুনে ৭ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৩ আগস্ট ২০২৪

দক্ষিণ কোরিয়ার একটি হোটেলে আগুনে ৭ জন নিহত এবং অপর ১২ জন আহত হয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

সিউলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিউল থেকে প্রায় ২৫ কিলোমিটার পশ্চিমে বুচিওনের একটি হোটেলের অষ্টম তলার একটি কক্ষে বৃহস্পতিবার রাতে আগুনের সূত্রপাত হয়।

মন্ত্রণালয় জানিয়েছে,আগুনের কারণ এখনও স্পষ্ট নয়।

প্রায় তিন ঘন্টা চেষ্টার পর দমকল কর্মচারিরা আগুন নিয়ন্ত্রণে আনে। তিন জনের অবস্থা গুরুতর।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি