ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা-থাড চালু হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৯:৫৫, ২৭ এপ্রিল ২০১৭

দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা-থাড কয়েকদিনের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
চলতি বছর পর্যন্ত থাড সিস্টেম চালু না করার কথা থাকলেও হঠাৎ করে মার্কিনদের এ সিদ্ধান্তে বিরোধীতা করছে দক্ষিণ কোরিয়া। তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার চলমান যুদ্ধাবস্থার মধ্যে দক্ষিণ কোরিয়া লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে উত্তর কোরিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অপরদিকে আরো মিসাইল হামলা ও পারমাণবিক পরীক্ষার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি