দখলে-দূষনে হুমকির মুখে ধলেশ্বরী নদী (ভিডিও)
প্রকাশিত : ১২:৪৫, ২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৩:০৩, ২ এপ্রিল ২০১৯
ময়লা আবর্জনা আর অবৈধ দখলদারদের দৌরাত্মে হুমকির মুখে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী। এই রুটে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে শতশত মানুষ রাজধানীতে যাতায়াত করে। দখল আর দূষনের কারনে নানা সমস্যায় পড়ছেন তারা।
ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে বাঁশ গেড়ে আর মাটি ফেলে তৈরী করা হচ্ছে স্থাপনা। নদী তীরে গড়ে উঠেছে বিভিন্ন কলকারখানা ও ডকইয়ার্ড। ফলে প্রতিনিয়ত ময়লা-আবর্জনায় নদীর পানি দুষিত হওয়ার পাশাপাশি সংকীর্ণ হচ্ছে নদীর গতিপথ।
স্থানীয়দের অভিযোগ, বেনামে কিছু কোম্পানি দখল করেছে নদী তীরের জমি। ইসমানির চর, টানবলাকির চর, গজারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বালু দিয়ে ভরাট করা হয়েছে। ফলে হুমকীর মুখে পড়েছে জীব বৈচিত্র ।
এদিকে শিগগিরি নদী দখল ও দুষনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
শুধু আশ্বাস নয়, নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী মুন্সীগঞ্জবাসীর।
বিস্তারিত দেখুন ভিডিওতে :
এসএ/
আরও পড়ুন