দখলের পুরোনো চেহারায় প্রয়াত মেয়র আনিসুল হক সড়ক (ভিডিও)
প্রকাশিত : ১৩:২৭, ২৫ অক্টোবর ২০২২
দখলের সেই পুরোনো চেহারায় তেজঁগাওয়ের আনিসুল হক সড়ক। একশ’ ফিট চওড়া রাস্তার বেশিরভাগই ট্রাক আর কাভারভ্যানের পেটের ভেতরে। আছে মাত্র ২০ ফিট রাস্তা, সেটিও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আর ৮ ফিটের ফুটপাতের অস্তিত্ব নেই বললেই চলে। যদিও বরাবরের মতো ব্যবস্থা নেয়ার আশ্বাস দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ।
রাজধানীর তেজগাঁওয়ের মেয়র অনিসুল হক সড়ক। ট্রাক ও কভার ভ্যানে ঢাকা পরেছে প্রয়াত মেয়র অনিসুল হকের পরিশ্রমের ফসল। দূর থেকে এখন শুধু সাইনবোর্ডটিই দেখা যায়।
১শ’ ফিট রাস্তার ৮০ শতাংশই দখল করে রাখা হয়েছে। রাস্তার দুই পাশে সারি সারি ট্রাক রাখা হয়েছে। মাঝে মাঝে বন্ধ হয়ে যায় পুরো রাস্তাই।
রাস্তাজুড়ে এমনভাবে ট্রাক রাখা হয়েছে কেন? এমন প্রশ্নের উত্তর নেই তাদের।
ড্রাইভাররা জানান, “এখানে আমদানি-রপ্তানি নাই, খালি গাড়ি কোথায় রাখবো। স্ট্যান্ডে গাড়ি রাখা জায়গা নাই।”
শুধু ট্রাক রাখাই নয়, রাস্তার উপরেই চলে এর মেরামত কাজ।
সড়কের দুই পাশে ৮ ফিটের ফুটপাত। কিন্তু পথচারীদের হেঁটে যাবার উপায় নেই। ভোগান্তিতে পরতে হয় সাধারণ মানুষকে।
ট্রাকের চালক ও কর্মচারীরা জানান, “স্ট্যান্ডে গাড়ি রাখার কোনো জায়গাই নেই। এ অবস্থায় গাড়ি কোথায় রাখবো। পথ আটকানোর কোনো অধিকার আমাদের নাই, আমাদের দরকারও নাই।”
পথচারীরা জানান, “মাস দুয়েক আগেও কিছুটা ভালো ছিল। এখন তো অন্ধকার করে ফেলেছে। চলার কোনো জায়গাই নাই। অনেক সময় রিক্সা গায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়।”
যদিও তেজগাঁও থেকে ট্রাকস্ট্যান্ড সরানোর কথা বলছেন উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা।
ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, “৬ হাজার ট্রাক যদি প্রতিদিন লকডাউন করে। তাতে এই জায়গাটায় তো সবসময় ভিড় লেগে থাকে। আমরা বিকল্প জায়গা বের করার চেষ্টা করছি। অত্যাধুনিক একটা বহুতল বিশিষ্ট ট্রাক টার্মিনাল নির্মাণ করতে চাই।”
শুধু কথায় নয়, রাস্তাগুলো দ্রুত দখল মুক্ত দেখতে চান রাজধানীবাসী।
এএইচ
আরও পড়ুন