দরজায় কড়া নাড়ছে শীত (ভিডিও)
প্রকাশিত : ১০:১৫, ২৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৩১, ২৮ অক্টোবর ২০১৮
হেমন্তের শুরুতেই দরজায় কড়া নাড়ছে শীত। রাতের ঘন কুয়াশা ও ভোরে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনের বেলায় আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হচ্ছে।
ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, ঘাসের ডগায় শিশির বিন্দু এক অন্যরকম বৈচিত্রতা এনে দিয়েছে প্রকৃতিতে। যেনো নতুন ক্যানভাসে ফুটে উঠেছে প্রকৃতি। কার্তিকের এ প্রকৃতিই বলে দিচ্ছে শীত হয়তো এবার একটু আগেই চলে এসেছে।
দেশের উত্তরের জেলাগুলোতে ইতোমধ্যে শীতের আমেজ দেহ-মনে অনুভূত হতে শুরু করেছে। দিনের বেলায় গরম পড়লেও সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হচ্ছে।
ঠাকুরগাঁওয়ে এ সময় আকাশ থাকছে হালকা মেঘলা আবার কড়া রৌদ্রজ্বল। কখনও কখনও ঝড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। আর এই মেঘ-বৃষ্টির লুকোচুরি এ অঞ্চলের আগাম শীতকে আরো ত্বরান্বীত করছে।
ইতোমধ্যে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন শীতের সবজি ও অন্যান্য শীতকালীন ফসল উৎপাদনে।
শীত মানেই সকালে মিষ্টি খেজুর রসের সঙ্গে মিতালী। তাই শীতের আগমনীতেই গ্রাম বাংলায় খেজুর রসের পাশাপাশি চলছে অন্যান্য ঐতিহ্যবাহি খাবারের আয়োজনও।
এসএ/
আরও পড়ুন