ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে

প্রকাশিত : ১৬:৪৪, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৪৪, ২৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। আগের তিন কার্যদিবসের মতো রোববার সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৬টি, কমেছে ১৬৫টির, আর ৪৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ২৭৮ কোটি ১১ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৪ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৩৫৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৩৭টির, আর ৩৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৭৪ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি