ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

দরিদ্ররাই বেশি মানবাধিকার লংঘনের শিকার হয়

প্রকাশিত : ১৯:১৮, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২১, ২৯ সেপ্টেম্বর ২০১৬

দরিদ্ররাই বেশি মানবাধিকার লংঘনের শিকার হয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল হক। তাদের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেসক্লাবে সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে এ’সব কথা বলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। আর যেকোন অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার থাকতে মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানান গণমাধ্যম ব্যক্তিত্বরা। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশের চলমান সংকট নিরসনে করনীয় বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। গণমাধ্যম কর্মীরা বলেন, সরকারি প্রতিষ্ঠানেই বেশি মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে। দুর্বল বান্ধব হলেই কমিশনের সফলতা আসবে বলে মন্তব্য করেন তারা। সন্ত্রাস- জঙ্গিবাদ দমনে জনসচেতনতার তাগিদ দিয়ে বক্তারা বলেন, এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ডের ফলেও মানবাধিকার লংঘিত হচ্ছে। সাংবাদিকদের অধিকার নিশ্চিত করারও আহ্বান জানানো হয় সভায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি