দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত: ফখরুল
প্রকাশিত : ২০:৫২, ২৩ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২০:৫৬, ২৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা কোন রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ওই সাক্ষাৎকারে ভারত বিষয়, শিক্ষার্থীদের নতুন দল গঠন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ বেশকিছু বিষয় নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব।
ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, আমরা ভারতকে আমাদের প্রতিবেশি মনে করি। একাত্তর সালের যুদ্ধে আমাদের সহযোগিতা করেছে, সেজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। কিন্তু বিগত নির্বাচনগুলোতে ভারতের ভূমিকা কখনোই বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না। বিগত নির্বাচনগুলোতে ভারত অত্যন্ত দুঃখজনকভাবে যে পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ছিল, তার পক্ষ অবলম্বন করেছিল। যেটা আমরা মনে করি যে, ভারতের একটা ভুল রাজনীতি হয়েছে। কূটনীতির ক্ষেত্রে তারা একটা বড় ভুল করেছেন।
তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি একজন প্রতিবেশি হিসেবে। তবে কখনোই আমার স্বার্থকে বিপন্ন করে নয়। আমার স্বার্থ পুরোপুরি ঠিক রেখে আমার তার সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা দরকার, ততটুকুই সম্পর্ক রাখার পক্ষে আমরা।
ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করতেই পারে। এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে। কিংস পার্টি বলে একটা কথা উঠছে। আমি মনে করি, এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিৎ। অর্থ্যাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তারা যদি দল গঠন করতে চায়, সেটা তাদের জন্যই ভালো হবে।
জামায়াতের সঙ্গে বিভেদের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা কারো সঙ্গ জোটবন্ধ নই। আমরা আছি যুগপৎ আন্দোলনে। আমাদের সঙ্গে যে দলগুলা আছে, আমরা যুগপৎ আন্দোলনে আছি। কিন্তু কোনো জোট আমাদের সঙ্গে নেই।
তিনি বলেন, যখন ইলেকশন আসবে, তখন তো সবাই সকলের প্রতিপক্ষ তো হবেই এবং রাজনীতির ক্ষেত্রেও প্রতিপক্ষ হতে পারে। আমরা মনে করি না, এখন কোনো রাজনৈতিক দল আমাদের প্রতিপক্ষ আছে।
এএইচ
আরও পড়ুন