ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দলছুটকে নেতা বানিয়েছে বিএনপি: তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যোগ্য নেতা নেই বিএনপিতে। এজন্যই দলছুট ব্যাক্তিকে নেতা বানিয়েছে দলটি।

আজ শনিবার ভোলায় যুব মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. কামাল হোসেনের সঙ্গে বিএনপির ঐক্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, বিএনপির চেয়ারপারসন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দ্বিতীয় শীর্ষ নেতা সন্ত্রাসের মামলায় দণ্ডিত হয়ে ফেরারি। অন্যরাও নানা অভিযোগে অভিযুক্ত। যোগ্য নেতা নেই বলে তাঁরা দলছুট কামাল হোসেনের ওপর নির্ভর করছে। এতে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, তাঁদের ৭ দফা দাবি অগণতান্ত্রিক। এগুলো পূরণ হওয়ার নয়। তবে তাঁরা একটি দাবি দিতে ভুলে গেছে। সেটি হচ্ছে তাঁদের ক্ষমতায় বসিয়ে দেওয়া।

সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তৃতা করেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি