ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

দলে ঢুকতে না পারায় এক হাত নিয়েছেন নির্বাচকদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৮ এপ্রিল ২০১৮

পাকিস্তান ক্রিকেটের সাবেক পেসার মোহাম্মদ আসিফ বলেছেন, দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিঠি টেস্ট খেলার জন্য একঝাঁক তরুণ খেলোয়াড়কে বিদেশের মাঠিতে পাঠাচ্ছে। শুধু তাই নয়, টি-২০ ক্রিকেটের খেলোয়াড়দের পাঠানো হচ্ছে লঙ্গার ভার্সনে খেলার জন্য এমন অভিযোগও তোলেন পাক ক্রিকেটার।

স্থানীয় একটি ক্রিকেট মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ বলেন, আগামী মে জুন মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি এবং ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা রয়েছে তার। আর তরুণ ক্রিকেটারদের পাঠিয়ে নির্বাচক কমিটি অযোগ্যতার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ বলেন, নতুনদের মধ্যে অনেকেরই আন্তর্জাতক ক্রিকেট খেলার অভিজ্ঞতা-ই হয়নি। সেখানে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এ দল পাঠানো কতটা যৌক্তিক তা সময় বলে দিবে। আসিফ আরও অভিযোগ করেন, নির্বাচক কমিটি ঘরোয়া ক্রিকেটের কোনো পারফরমেন্স-ই আমলে নিচ্ছে না। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটের কায়েদে-আযম ট্রফিতে আসিফ ও সালমান বাট খুব ভালো খেলছেন। দুজনই তাদেরকে দলকে নিয়ে গেছেন ফাইনালে।

উল্লেখ্য, ২০১৬ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন আমির। তবে নিষেধাজ্ঞা কাটলেও ফিরতে পারেননি আমির ও সালমান বাট।

সূত্র: দ্য ডন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি