ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দলের জন্য ৪.৫ মিলিয়ন ডলার নিয়ে আসলেন হামজা চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ২৪ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ইউরোপীয়ান ফুটবলে পরিচিত এক নাম হামজা দেওয়ান চৌধুরী। সম্প্রতি ফিফা থেকে বাংলাদেশের ফুটবলের জন্য দিয়েছে দারুণ এক সুসংবাদ। লাল-সবুজ জার্সিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে আর কোনো বাধা নেই ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকার। আগামী বছর মার্চে ভারতের বিপক্ষের ম্যাচে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর।

হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণার পরেই বাংলাদেশ ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামি বলা হচ্ছে।  ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেবে অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু। বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার মার্কেট ভ্যালু ৪.৫০ মিলিয়ন ডলার। আর বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট ৩.০৫ মিলিয়ন।

জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন ৭.৫৫ মিলিয়ন। যা দক্ষিণ এশিয়ার মধ্য সব থেকে সবচেয়ে বেশি। এর আগে সবার ওপরে ছিল ভারত। যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু ৫.৮৬ মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও পাকিস্তান।

হামজা চৌধুরীর পর বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামী খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন। ট্রান্সফারমার্কেট তাদের মূল্য বিবেচনা করেছে আড়াই লাখ টাকা। দুই লাখ টাকা বাজারমূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। ১ লাখ ৭৫ হাজার মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের। শেখ মোরসালিনের বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক বাংলাদেশের অবস্থান ১৯ নম্বরে। এশিয়ার মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান। তাদের মার্কেট ভ্যালু ২৮৭ মিলিয়ন। এরপর ১৫৯.১৫ মিলিয়ন ভ্যালুতে দক্ষিণ কোরিয়া।

ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেবে অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি পরে খেলার ছাড়পত্র পাওয়ায়।

দীর্ঘদিন চেষ্টার পর বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পান লেস্টার সিটিতে খেলা হামজা। তাতেই সর্ব ক্ষেত্রে উন্নতির ছোঁয়া লেগেছে বাংলাদেশের ফুটবলে। 

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি