ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দশ বছর একসঙ্গে তারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১২ ডিসেম্বর ২০২২

মাত্র এক বছরের প্রেম, তারপরই গড়ায় পরিণয়ে। সময়টা ছিল ১২-১২-১২। দশ বছর আগের বিরল এক দিন। এদিনেই সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশিরের চার হাত এক হয়ে যায়। রাজধানীর অভিযাত এক হোটেলে ২০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। 

তারপর এই দুজন হয়ে ওঠেন দেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত জুটি। একে একে ঘর আলো করে আসে তিন সন্তান। ১২ ডিসেম্বর, সাকিব-শিশিরের দাম্পত্য জীবনের ১০ বছর পূরণ হয়ে গেল।

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিবের সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিশিরের পরিচয় হয়েছিল ফেসবুকে। এর আগে ক্রিকেট সম্পর্কে ধারণা ছিল না শিশিরের। সাকিবের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি একটু আধটু ক্রিকেট দেখা শুরু করেন। বর্তমানে রীতিমতো ক্রিকেটভক্ত হয়ে গেছেন শিশির। মাঝেমধ্যে সোশ্যাল সাইটে স্বামীর হয়ে ব্যাট ধরেন। দম্পতি হিসেবেও তারা দারুণ সফল। একে অন্যকে সবসময় সমর্থন দিয়ে যান।

আজ এই বিশেষ দিনে ফেসবুকে নিজেদের ছবি আপলোড করে সাকিব লিখেছেন, “তুমি আমাকে এক দশকের অফুরন্ত ভালবাসা, যত্ন, দয়া এবং ত্যাগের মধ্য দিয়ে জড়িয়ে রেখেছো। আমাদের ভালবাসা আমাদের দিয়েছে সবচেয়ে মূল্যবান ও সুন্দর সন্তান যেটার স্বপ্ন সব পিতামাতা দেখেন। শুভ বিবাহবার্ষিকী!”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি