ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাঁতে ব্যথা মুহূর্তে কমিয়ে দিতে পারে যে গাছের রস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ০৯:০৯, ১৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাস্তার ধারে অযত্নে অনেক গাছ বেড়ে ওঠে। আমরা সাধারণত এসব গাছকে অবহেলা করে থাকি। কিন্তু প্রকৃতিগত এ রকম গাছ অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে। তেমনই একটি গাছ আকন্দ। যদিও গ্রামগঞ্জে আকন গাছ নামে পরিচিত। এরা যত্ন ছাড়াই বেড়ে ওঠে, বেগুনি রঙের ফুল ধরে। এই গাছের ফুল, পাতা, ছাল সবই ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হয়। 

কাঁঠাল পাতার মতো বড় বড় আকারের পাতা হয় আকন্দ গাছে। তারই মাঝে ফুটে বেগুনি রঙের ফুল। প্রচণ্ড দাতে ব্যথা মুহূর্তে কমিয়ে দিতে পারে এই আকন্দ গাছের কষ। তুলোয় ভিজিয়ে দাঁতের গোড়ায় লাগালে নিমিষেই কমে যাবে ব্যথা। 

এছাড়া আর যেসব উপকার করে আকন্দ গাছ তা এবার জেনে নেওয়া যাক...

* শরীরের কোন জায়গায় দূষিত ক্ষত হলে সেখানে আকন্দ পাতা সিদ্ধ করা পানি দিয়ে ধুয়ে নিলে পুঁজ হয় না।

* পা মচকে গেলে বা শরীরে চোটজনিত প্রচণ্ড ব্যথায় আকন্দ পাতা দিয়ে গরম শেঁক দিলে ব্যথা উপশম হয় অনেকটাই।

* দূষিত পোকামাকড়ে কামরালে এর জ্বালা কমাতে আকন্দ পাতা ব্যবহার করা যায়।

* আকন্দের আঁঠার সঙ্গে চারগুণ সরিষার তেল মিশিয়ে গরম করে তার সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোস পাঁচড়ায় লাগালে উপকার পাওয়া যাবে।

* আকন্দের মূল গুঁড়া করে খেলে খিদে বৃদ্ধি পায়। তবে দুই গ্রামের বেশি খাওয়া যাবে না।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি