ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাঁতের ক্ষয় ও দুর্গন্ধ দূর করে নারিকেল তেল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দাঁতের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যাবতীয় খাওয়াদাওয়া দাঁতের মাধ্যমেই করে থাকি। এই দাঁতে সমস্যা হলে অনেক কষ্ট। খাবার ঠিক মতো খাওয়া যায় না, এমনকি চিবিয়ে খাওয়া যায় না বলে অনেক সময় হজমেও সমস্যা দেখা দেয়। তাই দাঁত ভালো রাখতে অনেক কিছুই আমরা করে থাকি। এবার এই দাঁতে নারিকেল তেল ব্যবহার করে দেখুন, অনেক উপকার মিলবে।

চুল আর ত্বকের মতোই দাঁতের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী নারিকেল তেল। প্রকৃতির গুণে ভরা নারিকেল তেল নিয়মিত দাঁতে লাগালে তা দাঁতের ক্ষয় এবং নিশ্বাসে দুর্গন্ধ অনেকটাই রোধ করবে। 

কারণ নারিকেলের তেলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এছাড়া মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারিডের প্রসিদ্ধ উত্‍স্য হলো নারিকেল। যা দাঁতের জন্য খুবই উপকারী।

নারিকেল তেলে থাকা ট্রাইগ্লিসারিডের মধ্যে আছে লরিক অ্যাসিড এবং মোনোলরিন। যা দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটিরিয়া মারতে সাহায্য করে। 

কখনও যদি দাঁতের ব্যাথায় বেশি কষ্ট হয়, তখন অবশ্যই ডেন্টিস্টের কাছ যাবেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি