ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাঁতের সুরক্ষায় যত্নবান হওয়া জরুরি

মিনালা দিবা, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ২০ মার্চ ২০২৩ | আপডেট: ১২:৩০, ২০ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

দাঁতের মাধ্যমেই খাদ্য গ্রহণ প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু। তাই দাঁতের সুরক্ষায় যত্নবান হওয়া জরুরি। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ২০২৩ উপলক্ষে তাই ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’ আয়োজন করেছে পেপসোডেন্ট এবং সেনসিটিভ এক্সপার্ট।

আত্মবিশ্বাসী হাসি ধরে রাখতে দাঁতকে ভালো রাখাটা খুব জরুরি। নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ যেমন প্রয়োজনীয়, ঠিক তেমনই নিয়মিত ডেন্টাল চেকআপ দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে।

দাঁতের যত্নে গুরুত্ব দেয়ার পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সাল থেকে প্রতিবছর বিশ্বের প্রায় সবদেশে ২০ মার্চ পালিত হয় ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। 

প্রতিবছরের মতো এবারও ঢাকাসহ ৩০ জেলায় ১ মাসব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করেছে ‘পেপসোডেন্ট’ এবং ‘সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’। ১১ ফ্রেব্রুয়ারি শুরু হওয়া এই ক্যাম্প শেষ হচ্ছে আজ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে-তে।

এরইমধ্যে ৭ লাখ ৬৫ হাজার ৮শ’ জন ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে দাঁতের সমস্যার পরামর্শ নিয়েছেন বিশেষজ্ঞ ডেন্টিস্টদের কাছ থেকে। লক্ষ্য প্রায় ১০ লাখ মানুষের কাছে ফ্রি ডেন্টাল কেয়ার পৌঁছে দেয়া। দেশজুড়ে তাই ৩৩০টি ক্যাম্পে ৩ হাজার ৫শ’ ৭৪ জন সার্টিফাইড ডেন্টিস্টরা প্রতিনিয়ত কাজ করে আসছেন।

২০১৮ সাল থেকে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি-বিডিএস সার্টিফাইড ডেন্টিস্টদের সহযোগিতায় প্রায় ৪০ লাখ মানুষকে ফ্রি ডেন্টাল কেয়ার পৌঁছে দিয়েছে ‘পেপসোডেন্ট এবং সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’।

দাঁতের সুরক্ষায় প্রতি ৬ মাস পর পর ডেন্টিস্টের পরামর্শ নেওয়া দরকার বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

ভুয়া ডাক্তারের কাছে চিকিৎসা নিলে মারাত্মক রোগের আশঙ্কা থাকে, তাই দাঁতের সুরক্ষায় একজন বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।  

মানসম্মত টুথপেস্ট ও ব্রাশের ব্যবহার এবং চিকিৎসকের পরামর্শ দাঁতকে দীর্ঘ দিন সুস্থ রাখবে বলে জানান বিশেষজ্ঞরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি