ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাঁড়িয়ে থাকা বাসের কন্ডাক্টরকে চাপা দিলো অরেক বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২৬ মে ২০২২ | আপডেট: ১৫:২০, ২৬ মে ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর পুরানো ঢাকায় বাসের ধাক্কায় অপর বাসের কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সিরাজ (৪৫)। পরিবার নিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় থাকতেন তিনি। কাজ করতেন ভিক্টোরিয়া বাসের কন্ডাক্টর হিসেবে।

ভিক্টোরিয়া পরিবহনের বাস চালক জানান, সকালে তারা বাস নিয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখন পিছন থেকে একই পরিবহনের আরেকটি বাস এসে সিরাজকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় সঙ্গে সঙ্গে তাকে পাশেই ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি। সিরাজের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি