ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাউদ ইব্রাহিমকে হত্যা পরিকল্পনায় দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মাত্র কয়দিন আগেই মুক্তি পেল ‘পদ্মাবত’। এই ছবি নিয়ে এখনো চলছে বিতর্ক। এর মাঝেই নতুন খবর যোগ হল মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনায় যুক্ত হয়েছেন দীপিকা। তবে সেটি বাস্তবে নয় সিনেমায়।   

এবার দীপিকা পাড়ুকোন ঐতিহাসিক চরিত্রের খোলস থেকে বের হয়ে ফিরে আসছেন বাস্তবে। ‘লেডি ডন’ নামে স্বপ্না দিদির চরিত্রে দেখা যাবে তাকে।

দাউদের এক অনুচরের স্ত্রী ছিলেন স্বপ্না দিদি। দাউদের কারণেই মৃত্যু হয় সেই অনুচরের। তারপর থেকেই দাউদকে হত্যা করার পরিকল্পনা করতে থাকেন স্বপ্না দিদি। পুলিশের ইনফরমার হিসেবেও কাজ করেন।

এমনকী, শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখার সময়ই ডনকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। তবে সে পরিকল্পনা সফল হয়নি। নির্মমভাবে হত্যা করা হয় স্বপ্নাকে। এখনও সেই নৃশংসতার উদাহরণ আজও আন্ডারওয়ার্ল্ডে মনে করা হয়।

এমনই এক গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। তার এই ছবিতেই স্বপ্না দিদির চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।   

দীপিকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিশাল খুব সুন্দর করেই চরিত্রটাকে সাজিয়েছেন। তাই এই চরিত্র করার জন্য রাজি হতেই হল। 

এসি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি