ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাউদ সারিয়ে তুলবেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শীত পড়লে অনেকেই নানা রকমের চর্মরোগে আক্রান্ত হন। এর মধ্যে রিং ওয়ার্ম বা দাউদ অন্যতম। দাউদ এক ধরনের চর্মরোগ। চিকিৎসা পরিভাষায় একে ডার্মাটোফাইটোসিস বলা হয়। এই রোগ মূলত কিছু ফাঙ্গাস ঘটিত সংক্রমণের কারণে হয়ে থাকে। দাউদ বা রিং ওয়ার্ম সাধারণত শরীরের যে কোনও অংশেই হতে পারে।

দাউদ হলে চামড়ার ওপর গোল চাকার মতো, লালচে রঙের ক্ষতর সৃষ্টি হয়। দাউদের সংক্রমণ যত ছড়ায়, ততই এটি আকারে বাড়তে থাকে। ক্ষত স্থান মারাত্মক চুলকাতে থাকে৷ ক্ষত স্থান থেকে কখনও শুকনো চামড়া ওঠে, কখনও বা পানি ভরা ফুসকুড়ি বের হয়।

দাউদ অত্যন্ত ছোঁয়াচে রোগ। তাই বাড়ির কারও হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা উচিত। না হলেই বিপদ! চলুন জেনে নেওয়া যাক দাউদ বা রিং ওয়ার্ম প্রতিরোধের উপায়-

আক্রান্ত স্থানটি খোলা রাখুন

আক্রান্ত স্থানটি যতটা সম্ভব খোলা রাখুন। জামা-কাপড় নিয়মিত পরিষ্কার রাখুন। কাচা, পরিষ্কার জামা-কাপড় পরুন।

ক্ষতস্থান শুকনো রাখুন

ক্ষতস্থান শুকনো রাখার চেষ্টা করা, আক্রান্ত স্থানে যতটা সম্ভব সাবান বা তেল না লাগানোই ভাল।

চিকিত্সকের পরামর্শ নিন

আক্রান্ত স্থান উষ্ণ পানি দিয়ে ভাল করে ধুয়ে শুকিয়ে নিন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী, ওষুধ বা মলম ব্যবহার করুন।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি