ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় সিনেমায় বিপুল অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা।

আগামী ৮ অক্টোবর এই সম্মানে ভূষিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী।‌ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। 

মিঠুনকে দাদাসাহেব ফালকে পুরস্কারের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আনন্দিত যে শ্রী মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে তাঁর অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি একজন সাংস্কৃতিক আইকন, তার বহুমুখী অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত। তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।’

৩০ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হবে বলিউড ও টলিউড জগতের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। সেই খবর শুনে স্বভাবতই আনন্দের হাওয়া বইছে ভারতীয় বিনোদন জগতে।

ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে মিঠুন বললেন, ‘ফুটপাথ থেকে উঠে আসা একটা ছেলেকে আজ এত বড় সম্মান। আমার বলার কোনও ভাষা নেই। আমি না খুশিতে কাঁদতে পারছি, না হাসি পাচ্ছে। আমি বাকরূদ্ধ।’ দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় উত্তর কলকাতার সেই উত্তপ্ত দিনগুলির কথাও মনে করালেন মিঠুন। বললেন, ‘কলকাতার যে সরু গলি থেকে আমি উঠে এসেছি, ফুটপাথে লড়াই করে, আমি ভাবতেও পারছি না। আমি এই পুরস্কার উত্‍সর্গ  করছি আমার পরিবার ও গোটা বিশ্বে ছড়িয়ে থাকা আমার ভক্তদের।’

বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের হাত ধরে শুরু হয়েছিল মিঠুনের কেরিয়ার। প্রথম ছবি 'মৃগয়া'-তে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি