ঢাকা, বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দাবির মুখে পদত্যাগ করলেন বেরোবি’র সেই আওয়ামীপন্থী শিক্ষক

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনুষ্ঠিত হতে যাওয়া শহীদ আবু সাঈদ বই মেলার কমিটি থেকে সাবেক নীল দলের সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. আপেল মাহমুদ পদত্যাগ করেছেন। 

"বেরোবিতে শহীদ আবু সাঈদ বইমেলার দায়িত্বে আওয়ামীপন্থী শিক্ষক!", এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে এ নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, বুধবার বিকেলে শহীদ আবু সাঈদ বইমেলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ড. আপেল মাহমুদ।

তবে বইমেলার কমিটির থেকে পদত্যাগ করলেও যানবাহন কেনাকাটা কমিটি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ একাধিক কমিটিতে এখনো বহাল রয়েছে। প্রশাসনের সকল পদ থেকে পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

উপাচার্য ড. মোঃ শওকাত আলী সাংবাদিকদের বলেছেন, এ ধরনের কোন লোককে ভবিষ্যতে আমরা আর প্রশাসনের কোন কমিটিতে রাখবো না।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.শওকাত আলী নিয়োগের পর পরই ভোল পাল্টে গণিত বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলামের সহায়তা প্রথমেই নিজের প্রমোশন ভাগিয়ে নেন হিসাব অধ্যাপক ড. আপেল মাহমুদ।

বিশ্ববিদ্যালয়ে কট্টোর আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ড. আপেল মাহমুদ ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসীন হল শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ক্যাম্পাসে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েই ২০১৪ সালে  নীলদল প্রতিষ্ঠা করে নিজেই সভাপতি হন। এরপর হয়েছেন দলের সাধারণ সম্পাদক, বর্তমানে রয়েছেন কার্যকরী সদস্য পদে। এছাড়াও নীল দলের প্যানলে থেকে শিক্ষক সমিতির নির্বাচনে ২০২৩ সালে জয়লাভও করেন তিনি।

২০২৪ সালে হাসিনার পাতানো নির্বাচনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষকের নেতৃত্বে আওয়ামী লিগের পক্ষে গঠিত নির্বাচনী টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করেন আপেল, এছাড়া ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ভোট ক্যাম্পেইনে ও অংশগ্রহণ করেছিলেন বিতর্কিত এই শিক্ষক।

বিগত আওয়ামী প্রশাসনের আমলেও ছিলেন প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি