দামি পোশাকের রপ্তানিকারক হয়ে উঠছে বাংলাদেশ (ভিডিও)
প্রকাশিত : ১০:২২, ৩ জুলাই ২০২৩
বিশ্ববাজারে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোষাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। ২০২১-২২ অর্থবছরে তৈরি পোষাকের রপ্তানি ছিল ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার। তবে বিজিএমইএর তথ্য মতে এর প্রায় ৯০ শতাংশই অপেক্ষাকৃত কম মূল্যের পোশাক, যা বেসিক গার্মেন্টস হিসেবে পরিচিত।
কিছু কারখানা এরই মধ্যে উচ্চমূল্যের পোষাক রপ্তানি শুরু করেছে। প্রতিটি ৬০ থেকে ৭০ ডলার মূল্যের এ জাতীয় পোষাক তৈরির জন্য প্রয়োজন পড়ে বিশেষায়িত মেশিন, যেগুলোর দাম অনেক বেশি। পাশাপাশি এ ধরণের পোষাকের কাঁচামালও অপেক্ষাকৃত দামি। এসব আমদানির সময় প্রশ্ন তোলো রাজস্ব বোর্ডের পাশাপাশি অর্থায়নকারী অনেক ব্যাংকও।
বিজিএমইএ বলছে, বিশ্ববাজারে এখন কৃত্রিম তন্তুর উচ্চমূল্যের পোষাকের চাহিদা বেড়েছে। বাংলাদেশও একটু একটু করে সেই পথেই হাঁটছে।
অর্থনীতিবিদরা বলছেন, বেসিক গার্মেন্টেসে বাংলাদেশের সক্ষমতা বজায় রেখেই ধাপে ধাপে উচ্চ মূল্যের পোষাকের বাজারে নিজেদের অংশিদারিত্ব বাড়াতে হবে।
২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের তৈরি পোষাক রপ্তানির পরিকল্পনা রয়েছে বিজিএমইএর।
উচ্চমূল্যের পোষাক রপ্তানি বাড়ানো ছাড়া এ লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়, বলছেন অর্থনীতিবিদ-ব্যবসায়ী সবাই।
এমএম//
আরও পড়ুন