ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪

দারিদ্র পেছনে ফেলে বাংলাদেশ এখণ প্রযুক্তি নির্ভর আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছেঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:৩১, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৩১, ১৭ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপে দারিদ্র পেছনে ফেলে বাংলাদেশ এখণ প্রযুক্তি নির্ভর আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও রপ্তানি আয়,  প্রবাসী আয় ও বৈদেশিক বিনিয়োগ গেল ৭ বছরে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে দারিদ্র বিমোচনে বাংলাদেশের ভূয়শী প্রশংসা করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। দরিদ্রতাকে পেছনে ফেলে বাংলাদেশে এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার গল্প। আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানেও বক্তারা বলছিলেন সেই গল্প। বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যান্য দেশেও দরিদ্রের হার কমাতে পারে, এমন মন্তব্য আসে  বিশ্বব্যাংক প্রতিনিধিদের বক্তব্যে । অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের সময়ে উন্নয়নের সূচক তুলে ধরে বলেন, মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছরে উন্নিত হয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব ও সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহীত পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে  বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার দৃঢ় প্রতিশ্র“তি ব্যাক্ত করেন। মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসাও করেন বিশ্বব্যাংক প্রধান।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি