ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

দারিদ্র বিমোচনে সহায়ক হবে সুশিক্ষাঃ শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৭

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দারিদ্র বিমোচনে সুশিক্ষার বিকল্প নেই। সরকার সারাদেশে সুশিক্ষা নিশ্চিতে কাজ করছে। দারিদ্র বিমোচনে সহায়ক হবে সুশিক্ষা। আজ বুধবার রাজধানী শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সস্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে। নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তনে কাজ করতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয় এখনও নিজস্ব ক্যাম্পাসে যায়নি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো পার্থক্য নেই উল্লখ্য করে তিনি বলেন, দারিদ্র শিক্ষর্থীদের কথা বিবেচনা করে টিউশন ফি নির্ধারণ করতে হবে। বিইউ এর শিক্ষার মান নিয়ে সন্তুষ প্রকাশ করে তিনি বলেন, প্রযুক্তি-নির্ভর ডিজিটাল এ বিশ্ববিদ্যালয় হবে ভবিষ্যৎ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়র জন্য মডেল। শুধু উচশিক্ষা নয় এ বিশ্ববিদ্যালয় গবেষণাতেও অসামান্য অবদান রাখছে। এ বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার মাধ্যমে দক্ষ মানব-সম্পদ তৈরি করছে। তারা সকলই জাতির ভবিষ্যৎ। তাদের সকলের জন্যই আমরা মানসম্মত শিক্ষা এবং সুযোগ নিশ্চিত করতে চাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য যারা ভালো কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, তারা অবশ্যই অনুকরণীয় হবেন এবং সরকার সব ধরনর সহযোগিতা দিয়ে যাবে আপনাদের।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভাকেট জাহাঙ্গীর কবির নানক এমপি উচশিক্ষা ও ডিজিটাল বাংলাদশ গঠনে সরকার নেওয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষপের কথা উল্লেখ করে বলেন, ২০২১ সালের মধ্য বাংলাদশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা ও ২০৪১ সালর মধ্য উন্নত দেশের কাতার আসিন করার লক্ষে আমাদর সবাইক নিজ নিজ অবস্থান থেকে যথাযথ ভূমিকা রাখার আহবান জানান।

সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিইউ’র ভিসি প্রফেসর ড, আনোয়ার হক শরীফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রফেসর অ্যামিরিটাস মোহাম্মদ সিরাজউদ্দিন প্রমুখ।

 

 

টিআর/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি