ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দায়মুক্তি পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ২ জুলাই ২০২৪ | আপডেট: ০৯:৪৭, ২ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালিন অপরাধমূলক কাজের আংশিক দায়মুক্তি পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার মার্কিন সুপ্রিমকোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিমকোর্ট।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 

রায়ে বলা হয়, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনো কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না। তবে ব্যক্তিগত কোনো কৃতকর্মের জন্য তার বিচার করা যাবে। 

সুপ্রিম কোর্টের এ রায়কে বড় জয় বলছেন ট্রাম্প। 

অন্যদিকে, ডেমোক্র্যাক্ট প্রেসিডেন্ট জো বাইডেন এ রায়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। 

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টা, ক্যাপিটল হিলে হামলায় উসকানি, কর ফাঁকি, রাষ্ট্রের গোপন নথি সরানোসহ বেশ কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে।

ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ২০২০ সালের নির্বাচনে তাকে হারিয়ে জয় পান জো বাইডেন। ওই নির্বাচনের ফল বদলাতে হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন ট্রাম্প। পরে ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার পেছনেও উসকানি দিয়েছিলেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি