ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দায়িত্ব পালনরত অবস্থায় নিহত ৫ পুলিশ সদস্যের পরিবারকে ৪০ লাখ টাকা সহায়তা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২:৫০, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:৫০, ১ ফেব্রুয়ারি ২০১৬

pm policeবিভিন্ন সময় দায়িত্ব পালনরত অবস্থায় নিহত ৫ পুলিশ সদস্যের পরিবারকে ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি আর্থিক সহায়তার চেক প্রদান করেন।চেক প্রদানকালে  নিহত পুলিশ সদস্যের পরিবারের  সঙ্গে  কুশল বিনিময় করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনকালে নিহত ৫ পুলিশ সদস্য হলেন এএসআই ইব্রাহীম মোল্লা,এটিএসআই সুজাউল ইসলাম,কনষ্টেবল মুকুল হোসেন,কনষ্টেবল পারভেজ হোসেন কনষ্টেবল আতিকুল ইসলাম।এ সময় অর্থমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী,প্রধানমন্ত্রীর মূখ্য সচিব,স্বরাষ্ট্র সচিব,প্রধানমন্ত্রীর প্রেস সচিব, পুলিশের আউজিপি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি