ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দিনটি ছিল আমার : তামিম

প্রকাশিত : ১৫:০৫, ১০ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:০৫, ১০ ফেব্রুয়ারি ২০১৯

এবারের বিপিএলে আগের পাঁচটি সেঞ্চুরিই ছিল পাঁচ বিদেশির। ফাইনালের আগে দেশি ক্রিকেটারদের কাছ থেকে একটি সেঞ্চুরিরও দেখা পায়নি দর্শক। সেই আক্ষেপের জায়গাটি পূরণ করলেন তামিম ইকবাল। নয়ন জুড়িয়ে একেবারে ফাইনালেই আসরের সেরা ইনিংসটি খেললেন তিনি। মাত্র ৬১ বলে অপরাজিত ১৪১ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলে ছাড়িয়ে গেলেন সবাইকে।
তাইতো ফাইনালের শিরোপা হাতে নিয়ে তামিম ইকবাল বলেন, ‘এই মুহূর্তে আমি একজন সুখী মানুষ, কারণ চ্যাম্পিয়ন হয়েছি। সেই সঙ্গে সেঞ্চুরি করার আনন্দটা তো আছেই। তবে দল জিতেছে বলেই আনন্দটা উপভোগ্য হচ্ছে। বিপিএলে কখনো ট্রফি জিতিনি। প্রথমবার জিতলাম। তাই চ্যাম্পিয়ন হতে পারাটাই আমার এক নম্বর আনন্দ।
ফাইনালে এমন চমক দেখানোর বিষয়ে দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন নিজের প্ল্যানেই খেলছিলেন তামিম।
নিজের প্ল্যান নিয়ে তামিম বলেন, ‘একটা চিন্তা নিয়ে মাঠে নেমেছিলাম যে সাকিব আর নারিনকে খুব বেশি অ্যাটাক করব না। ওরা দুজনে মিলে ৮ ওভারে ৫০ রান দিলেও অসুবিধা নেই, যদি উইকেট না পায়। বাকি ১২ ওভারে ১১০-১২০ রান করতে পারলেই স্কোরটা ১৬০-১৭০ হয়ে যাবে। ফাইনালের জন্য এটা ভালো স্কোর। তবে উইকেটটা দারুণ ছিল। সাকিবের মতো বোলার ৪৫ রান দিয়েছে, ভাবতে পারেন! সবচেয়ে খারাপ দিনেও সাকিব বড়জোর ৩৫ দেয়। আসলে একটা পর্যায়ে আমাকে আক্রমণ করতে হয়েছে এবং ব্যাটে-বলে হয়েও গেছে। তবে নারিনকে একটা শর্ট বলে ছক্কা মারা ছাড়া আক্রমণ করিনি। রুবেলের জন্য অপেক্ষা করছিলাম। ওর প্রথম বলে বাউন্ডারি মেরেই বুঝে গিয়েছিলাম আজ আমার দিন। ওর সঙ্গে তো আর কম দিন খেলি না। আমি ওকে জানি, ও-ও আমাকে বোঝে। তাই প্রথম বলটা বাউন্ডারির পরই বুঝে গিয়েছিলাম এই ওভারে রান তুলতে হবে। ওখান থেকেই আমাদের ছোটা শুরু। এরপর রাসেলের ওপরও ঝড় গেছে। তবে একটা জিনিস মাথায় ছিল যে স্লগ করব না, ক্রিকেটিং শটই খেলব।’
নিজের এই পরিবর্তন সম্পর্কে তামিম আরও বলেন, ‘রান করার জন্য আমার হাতে যথেষ্ট শট আছে। রিভার্স সুইপ আমি কালেভদ্রে খেলি। স্কুপ আমার শট না। আমার শক্তি উইকেটের সামনে খেলা শট। ওটাই আমার শক্তি, মনোযোগও থাকে ওটার ওপর। তবে আমার ব্যাটিংয়ে যে পরিবর্তন আসেনি, তা কিন্তু নয়। খেয়াল করে রাখবেন ক্রিজে আগে-পিছে করি জায়গা বানানোর জন্য। স্কয়ার অথবা ফাইন লেগ বাউন্ডারিতে ফ্লিক শটটা অনেক বেশি খেলছি। সামনে হয়তো আরো নতুন কিছু চেষ্টা করব। হয় কি, আপনি ভালো খেলতে থাকলে প্রতিপক্ষ আপনাকে বিশ্লেষণ করে ফেলবে। তখন আপনাকে নতুন কিছু করতেই হবে।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি