ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিনাজপুর-ঠাকুরগাঁওয়ে আমের বাম্পার ফলনের আশা চাষীদের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৩:২৪, ১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

আম ও লিচুর মুকুলে ছেয়ে গেছে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বাগানগুলো। বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন তারা।

দিনাজপুরে প্রতি বছর বেড়েই চলেছে লিচুর আবাদ। এবারও মুকুলে ভরে উঠেছে গাছগুলো। ভালো ফলন পেতে দিন-রাত পরিচর্যায় ব্যস্ত কৃষক।

প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার লিচুর বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।

দিনাজপুর জেলায় এবার ৫ হাজার ৬’শ হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।

গেল বছর ঠাকুরগাঁওয়ে ৮ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছিলো। এবার তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১০ হাজার হেক্টরে। আর লিচুর আবাদ হয়েছে ২ হাজার ৫শ’ হেক্টর জমিতে।

বাগান পরিচর্যার কাজ পেয়ে খুশি এলাকার শ্রমিকরাও।

এবছর আম ও লিচুর বাম্পার ফলন পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর।

এবার ঠাকুরগাঁওয়ে সূর্যপুরী, আম্রপালি, হিমসাগর, বান্দিগড়ি, মিশ্রিভোগ ও গোপালভোগ জাতের ২ হাজার বাগানে প্রায় ৮০ হাজার মেট্রিকটন আম আর চায়না থ্রী, গোলাপী, বোম্বাই ও কাঁঠালী জাতের প্রায় ২ হাজার ৭শ’ মেট্রিকটন লিচুর উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি