দিনাজপুরে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত
প্রকাশিত : ১৮:২৩, ৩১ মার্চ ২০২৫

ঈদুল ফিতরে দেশের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরেরি গোর-এ-শহীদ বড় ময়দানে। এ জামাতে দূর-দূরান্ত থেকে অংশ নেয় লাখো মুসল্লি।
সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করেন আননুজুস মাদ্রাসার প্রধান মাওলানা মোঃ মাহফুজুর রহমান।
এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। ঈদগাহ মাঠে নিরাপত্তার বিষয়টিতে বরাবরের মতো জোর দেওয়া হয়েছে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেছেন।
১৯টি প্রবেশপথ দিয়ে সকাল ৭টা থেকে মুসল্লিরা মাঠে প্রবেশ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ঈদ জামাতে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। ঈদগাহ মাঠজুড়ে ছিলো চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্ব পালন করে।
আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে নিয়োজিত ছিলো।
এসএস//
আরও পড়ুন