দিনাজপুরে পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার উপরে
প্রকাশিত : ০৮:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ০৮:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩
কয়েকদিনের টানা বৃষ্টিতে দিনাজপুরে বেড়ে গেছে নদনদীর পানি। প্লাবিত হয়েছে নদীপাড়ের বিস্তীর্ণ নিচু এলাকা।
পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। জেলার অন্য নদীগুলোর পানিও বিপদসীমার কাছাকাছি। নিচু এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে পুকুর, সবজিসহ ফসলের ক্ষেত। কৃষি বিভাগ জানায়, প্রায় দুই হাজার হেক্টর জমির ধান এবং ৪ হাজার হেক্টর জমির সবজি পানিতে তলিয়ে গেছে। পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। কৃষকরা বলছেন, দ্রুত পানি সরে না গেলে ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হবে।
এসবি/
আরও পড়ুন