ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩

প্রকাশিত : ১০:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১০:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬

দিনাজপুরের পার্বতীপুরে কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। বুধবার ভোর ৪টার দিকে পার্বতীপুরের কয়লাখনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে উপজেলার পলাশপুর থেকে কাঠ নিয়ে দিনাজপুর শহরে যাওয়ার পথে বড় পুকুরিয়া কয়লা খনির সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চার শ্রমিক। নিহতরা হলেন ইসমাইল হোসেন, রেজাউল, জফিরুল ও দিলীপ চন্দ্র। নিহতরা সবাই নবাবগঞ্জের শকুনখোলার হরিলাপুর এলাকায় বাসিন্দা বলে জানায় পুলিশ। এদিকে আহতদের দু’জনকে পর্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকি একজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি