দিনের পর দিন রাজপথ কাঁপাচ্ছিলেন শেখ মুজিব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-২২)
প্রকাশিত : ১৯:২১, ২৬ মার্চ ২০২৩
১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। শেখ মুজিবুর রহমান তখন কারাগারে। জেলে আটক থাকা অবস্থায় শেখ মুজিব দলটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
ঐ সময় মুজিবের গ্রেফতারের কারণ ছিল চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবির পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তোলা। ১৯৪৯ সালের ১৯ এপ্রিল চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবি আদায়ের পক্ষে ঝটিকা মিছিল শুরু হলে উপাচার্যের বাসভবন থেকে মুজিবকে গ্রেফতার করে। এ সময় আন্দোলনরত আরও কিছু শিক্ষার্থীও আটক হয়।
বলা যায়, কলকাতা ইসলামিয়া কলেজ ছেড়ে আসার পর এই সময়টাতে মুজিব হয়ে উঠেছিলেন পুরুদস্তর রাজনীতিবিদ। দিনের পর দিন রাজপথ কাঁপাচ্ছিলেন তিনি। কথা বলে আসছিলেন- বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির। বঞ্চনা থেকে পরিত্রাণের উপায় হিসেবে উপলব্ধি করেন ছাত্রসমাজের ভূমিকা।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com